দেশ সংযোগ

মুন্সীগঞ্জে বাংলাদেশ কৃষি ব‍্যাংক শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

 
মুন্সীগঞ্জে বাংলাদেশ কৃষি ব‍্যাংক শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত জনসংযোগ

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

 

শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ,পালিত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র,ক্রীড়া সংগঠক,বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী।

আজ শনিবার (৫ আগস্ট)। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন সম্ভাবনাময় এই তরুণ নেতা।

শেখ কামালের জন্ম দিবসটি রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারের সব দফতরে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক ব‍্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দ মহোদয়ের দিকনির্দেশনায় বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপনে সকাল সাড়ে ১০টায় ইনডোর স্টেডিয়াম প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও
শ্রদ্ধা নিবেদন করন বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ শাখার ব‍্যবস্থাপক (সহকারী মহাব‍্যবস্থাপক) মোঃ জিয়া হায়দার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার্স ঐক্য পরিষদের সভাপতি মোঃ আবুল হোসেন, বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার্স ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের স্বাধীনতা ব‍্যাংকার্স পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মোঃ ওহাব আলী, বাংলাদেশ কৃষি ব‍্যাংক মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম,মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ‍্য।

এ সম্পর্কিত আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker