দেশ সংযোগ

মোরেলগঞ্জে বাগেরহাটের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 
মোরেলগঞ্জে বাগেরহাটের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জনসংযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে নবাগত জেলা প্রশাসক এক মতবিনিময় সভা করেছেন। সোমবার (৭ আগস্ট)বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম তারেক সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,সহকারী কমিশনার (ভুমি) আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারমন্যান ফাহিমা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায়,থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী,সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিনয় কুমার রায়, কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ইউনুস আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির, একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ,আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার,সহকারী শিক্ষা কর্মকর্তা অসিত বর্মন, সজল মহুলী, রফিকুল ইসলাম, সহ বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

এর পূর্বে সকালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হাসান উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হাসান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপনাদের সকলের সহযোগীতায় উন্নত এবং আধুনিক বাগেরহাট গড়তে তুলতে কাজ করে যেতে চাই।আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন।

সভা শেষে উপজেলার কৃষি অধিদপ্তর ও আইসিটি দপ্তরের দুটি কর্মসুচীর উদ্বোধন করেন এবং উপজেলা পরিষদ চত্বরে নবাগত জেলা প্রশাসক একটি গাছের চারা রোপন করেন।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker