পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপির নির্দেশে শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে মহিলা লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে নড়িয়া ও সখিপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন, নড়িয়া উপজেলা মহিলা লীগের সভাপতি বারেয়া আক্তার, সাধারণ সম্পাদক সামসুন নাহার মায়া, যুব মহিলা লীগের সভাপতি আসমা আক্তার, সাধারণ সম্পাদক জুলিয়া আক্তার পারুল, সখিপুর থানা যুব মহিলা লীগের রোকসানা চৌকিদার, সাধারণ সম্পাদক ওয়াহিদা আক্তার প্রমূখ।