ক্রিকেটক্রীড়া সংযোগ

এলপিএল যাত্রা শেষ করে আজ দুপুরে দেশে ফিরেছেন তাওহিদ হৃদয়

 
এলপিএল যাত্রা শেষ করে আজ দুপুরে দেশে ফিরেছেন তাওহিদ হৃদয় জনসংযোগ

লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এর যাত্রা শেষ করে আজ দুপুরে দেশে ফিরেছেন দেশের ক্রিকেটের তরুণ মুখ তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়কে

৮ আগস্ট পর্যন্ত তাকে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলার অনুমতি দেয় বিসিবি।

জাফনা কিংস তাদের ফেসবুক অফিসিয়াল পেজে লিখেছে,তাওহিদকে ধন্যবাদ জানিয়ে “তিনি এলেন, জয় করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে। আমরা এই তরুণ সুপারস্টারের দারুণ উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। ধন্যবাদ হৃদয় ভাই।”

নিজের প্রথম ভিনদেশী লীগে দারুন খেলেছেন তিনি
কারণ, দুর্দান্ত পারফর্ম করেছেন তাওহিদ। এবারই প্রথম বিদেশি কোনো লিগে খেলেছেন এই ২২ বছর বয়সী তরুণ। বিদেশি কোনো আসরের প্রথম মাচে নেমেই করেন ৩৯ বলে ৫৪ রান।

সবমিলিয়ে তিনি এই আসরে ৬ ম্যাচ খেলে ১১৪ বলে করেছেন ১৫৫ রান। গড় ৩৮.৭৫ এবং স্ট্রাইকরেট ১৩৫.৯৬। ১৪টি চার ও ৫টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে।

এখন পর্যন্ত এলপিএল আসরে তৃতীয় সর্বাধিক রান তাওহিদের। একটি ম্যাচেই শুধু শুন্য রানে আউট হন তিনি।

তাওহিদ করেছেন শুরু থেকে- ৩৯ বলে ৫৪, ২০ বলে ২৪, ২৩ বলে ৪৪*, ২২ বলে ১৯, ১ বলে ০ ও ৯ বলে ১৪*।

তাওহিদের দল জাফনা কিংস ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker