খেলা ডেস্ক
বরাবরই দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। মাঠে একে অপরকে ছাড় দিতে নারাজ। সব প্রতিযোগিতাতেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখার অপেক্ষায় থাকেন ফুটবলপ্রেমীরা।
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। দুর্দান্ত এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। সেখানে লে আলবিসেলেস্তেদের জালে গুনে গুনে ১০ গোল দিয়েছে সেলেসাওরা। আর্জেন্টিনাকে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।
এদিন ম্যাচের শুরু থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর চড়াও হতে থাকে সেলেসাওরা। শেষ পর্যন্ত আকাশি-নীলদের জালে ১০ বার বল জড়িয়েছে তারা। বিপরীতে একটি গোলও করতে পারেনি আর্জেন্টাইনরা।
১০ দলের এই আসরে ‘বি’ গ্রুপে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে সবকটিতেই জয় পেয়েছে সেলেসাওরা। বিপরীতে কেবল একটি ম্যাচে জয়ের স্বাদ নিয়েছে আর্জেন্টাইনরা।
গত ৫ আগস্ট থেকে চিলির ইকুইকে এবারের দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ শুরু হয়। আগামী ১৩ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। এরই মধ্যে শেষ চার নিশ্চিত করেছে ব্রাজিল-চিলি ও প্যারাগুয়ে- কলম্বিয়া।
শনিবার (১২ আগস্ট) ভোরে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে প্যারাগুয়ে-কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে চিলি ও ব্রাজিল।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.