ওসমান গনি,স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নের শান্তিনগরের নুরে মদিনা বালক বালিকা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর দু তলা ছাদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১ টায় খুকি আক্তার (৪০) ছাদ থেকে কাপড় আনতে গিয়ে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের একজন মোঃ সাইদুর রহমান জানান, নিহত খুকি আক্তার বৃষ্টির সময় ছাদ থেকে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। মৃত্যুর পূর্বে তার আর্তচিৎকারে নিহতের ছেলে মোঃ হোসাইন( ১৬)মেয়ে শাহিনা আক্তার (২২) ও নাতি নুসরাত (২) তাকে উদ্ধার করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্টে তারা ৩ জন গুরুতর আহত হন। তাদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। পরে লাশের সুরতহাল করে নিহতের লাশ দাফনের জন্যে দেশের বাড়ি মেঘনা থানার সোনাকান্দায় পাঠানো হয়েছে জানিয়েছেন বিট পুলি শিং অফিসার এস আই সিকান্দর আলী। বিদ্যুৎ স্পষ্টের মর্মান্তিক এ ঘটনায় স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের মাতম বইছে।