দেশ সংযোগ

গজারিয়া রশি ছিড়ে পড়ে দুই শ্রমীকের মৃত্যু

 
গজারিয়া রশি ছিড়ে পড়ে দুই শ্রমীকের মৃত্যু জনসংযোগ

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) বা ওষুধ শিল্প পার্কের একটি ভবনের বাহিরে অংশে রঙ করার সময় রশি ছিড়ে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মোঃ শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায়
অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) ওষুধ শিল্প পার্কে একমি ল্যাবরেটরিজ লিমিটেডে প্লটের ভেতর ৫ম তলা বিশিষ্ট ইউটিলিটি ভবনের ৪র্থ তলায় রংয়ের কাজ করছিলেন তিনজন রঙ মিস্ত্রি। এদের মধ্যে দুইজন রশিতে ঝুলে কাজ করছিলেন। অপরজন ভবনের ছাদ থেকে তাদেরা সহযোগিতা করছিলেন। এ সময় রশি ছিড়ে নিচে পড়ে যায় দুই রঙ মিস্ত্রি। পরে তাদের দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে রঙ করা অবস্থায় রশি ছিড়ে নিচে পড়ে তারা মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker