কাউনিয়া( রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার খোদ্দ ভুতছাড়া জামে মসজিদের সাবেক ইমাম ও ভূতছাড়া মাঝাপাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠের সাবেক খতিব আব্দুল গফুর মুন্সী ( ৯০) নামাজের জানাজা হয়েছে।
শনিবার বাদ যোহর ভূতছাড়া মাঝাপাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
উক্ত জানাযার নামাজে অংশ নেন জামায়েতে ইসলামী বাংলাদেশ রংপুর জেলা মহানগর শাখার আমির এটি এম আযম খান, কাউনিয়া উপজেলার শাখার আমির আব্দুস সালাম, শহীদবাগ ইউনিয়ন শাখার আমির মাওলানা মো:এমদাদুল হক, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জামিনুর রহমান, শহীদবাগ ইউনিয়ন পরিষদের ইউনিয়ন সদস্য ইউপি সদস্য রুস্তম আলী এলাকার সুধীজন সাংবাদিক সর্বস্তরের মানুষ ।
মৃত্যুকালে চার ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।