ওসমান গনি,স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ন আওয়ামী সা:সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব ও বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের জাহাঙ্গীর এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবিতে বিক্ষোভ মিছিল,প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।
আজ বুধবার সকাল ১০ঘটিকায় উপজেলার ভবেরচর বাস ষ্টান্ডস্থ গজারিয়া হাইওয়ে রেস্টুরেন্টে এর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভবেরচর বাসষ্টান্ড এলাকা ঘুরে বিসমিল্লাহ রেস্টুরেন্টে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সা:সম্পাদক মো:মুনসুর আহম্মেদ খাঁন জিন্নাহ’র নেতৃত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো:শাহজাহান খাঁন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান,সাবেক উপজেলা ছাত্রলীগ এর সা:সম্পাদক শাহ আলম শামীম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম জয়,উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সা:সম্পাদকদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল মতিন মন্টু,বজলুর রহমান সরকার,হাবিবুর রহমান,বোরহান উদ্দিন দেওয়ান, দেলোয়ার হোসেন,শাহ আলম,আল আমিন প্রধান, মেহেদী হাসান সবুজ।
সভায় শত শত নেতা-কর্মীদের উপস্থিতি উপজেলা আওয়ামী লীগের সা:সম্পাদক মো:মুনসুর আহমেদ খাঁন জিন্নাহ বলেন,দল ক্ষমতায় থাকার পর দলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা কোন ভাবেই কাম্য না, দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।