দেশ সংযোগ

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জেলা ছাত্রলীগের ব্যতিক্রমী উপহার

 
কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জেলা ছাত্রলীগের ব্যতিক্রমী উপহার জনসংযোগ

স্টাফ রিপোর্টার,মোঃ শাহজাহান খন্দকার

কুড়িগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের উৎসাহ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা ছাত্রলীগ। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ খাবার পানি ও শিক্ষা উপকরণ তুলে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ (১৭ আগস্ট) বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজের সামনে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীর হাতে হাতে উপহার তুলে দেয় সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সহ সভাপতি ফিরোজ শাহী, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মো. রাব্বি ও সাধারণ সম্পাদক মো. গাদ্দাফিসহ বিভিন্ন নেতাকর্মীরা।

এর আগে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেন তারা। এ বছর পরীক্ষায় অংশ নেয়া প্রায় ২ হাজার পরীক্ষার্থীর হাতে বিশুদ্ধ খাবার পানি ও শিক্ষা উপকরণ উপহার তুলে দেয়ার কথা জানান জেলা ছাত্রলীগের নেতারা।

কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী রুবেল, ফয়সালসহ অনেকে জানান, পরীক্ষার আগ মুহূর্তে ছাত্রলীগের উপহার পেয়ে খুশি তারা। এমন আয়োজনের জন্য জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ জানান, জেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে শিক্ষা উপকরণ দিয়েছি। সকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় ১ হাজার ১৮ জন পরীক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ পানি তুলে দিয়েছি। জেলা ছাত্রলীগের এরকম সামাজিক ও মানবিক উদ্যোগ চলমান থাকবে বলে জানান তিনি।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন জানান, ’এইচএসসি পরীক্ষার্থীদের বাসায় শিক্ষা উপকরণ উপহার পৌঁছে দেয়া ও কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানি ও কলম তুলে দেয়া নিঃসন্দেহে ভালো উদ্যোগ। জেলা ছাত্রলীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker