মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী সদর থানায় ০২ মাদক ব্যবসায়ী সহ ০৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম সেবা দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর পিপিএম সেবা( সদর সার্কেল) এর তত্ত্বাবধানে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার এবং ইন্সপেক্টর ওপারেশন পলাশ চন্দ্র মন্ডল এর নেতৃত্বে, এস সি নং-২৩৬/২২ এর আসামী মজিনুর রহমান পিতা মাহাতাব উদ্দিন গ্রাম কুন্দ পুকুর সুটিপাড়া ডাঙ্গাপাড়া, সি আর নং ৪৮/২৩ এর আসামী মোঃ আলতাফ হোসেন পিতা মজর উদ্দিন গ্রাম চরাচরাবাড়ি বালীপাড়া রামনগর, জি আর নং ০৯/১৯ এর আসামী মহম্মদ রশিদুল ইসলাম ওরফে কুফুল আব্দুল পিতা মৃত আব্বাস উদ্দিন গ্রাম বাহালীপাড়া কাছারি, সকলের থানাও জেলা- নীলফামারী।
নীলফামারী থানার এফ আই আর নং ৩৮ জিআর নং ২৭৯/২৩ এর আসামী মোঃ সিদ্দিকুল ইসলাম (২১) পিতা মোঃ মোহাম্মদ আলী মাতা মোসাম্মৎ মাহফুজা বেগম গ্রাম-ইটাখোলা আদর্শ পাড়া থানা ও জেলা নীলফামারী।
নীলফামারী থানার মামলা নং-৩৯/২৮০, তারিখ-১৭/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮ (ক), এর আসামী ১। মোঃ খোকন (৩১), ২। মোঃ ঝন্টু মিয়া (৩৩), উভয় পিতা-মৃত ইদ্রিস আলী, সাং-হাড়োয়া মিশন পৌরসভা ৪নং ওয়ার্ড, সকলের থানাও জেলা- নীলফামারী ধৃত আসামী খোকন এর কাছ থেকে সাদা পলিথিন দ্বারা মোড়ানো ০১ পোটলা হেরোইন, ওজন ০২ গ্রাম, যাহার মূল্য অনুমান ৬,০০০/-টাকা এবং আসামী ঝন্টু মিয়া এর কাছ থেকে ০১ পোটলা হেরোইন, ওজন ০২ গ্রাম, যাহার মূল্য অনুমান ৬,০০০/-টাকা। সর্ব মোট ০৪ (চার) গ্রাম মাদকদ্রব্য হেরোইন, সর্ব মোট মূল্য অনুমান ১২,০০০/-টাকা এবং আসামীদ্বয়ের মাদক পরিবহন কাজে একখানা পুরাতন ব্যবহৃত মোটর সাইকেল, যাহার মূল্য অনুমান ৩০,০০০/-টাকা উদ্ধার কারা হয়।