স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে সমাজসেবায় অবদান রাখার জন্য সামাজিক সংগঠন প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনকে উপজেলার শ্রেষ্ঠ সংগঠন হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রেষ্ট সংগঠন হিসাবে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কাছ থেকে নগদ অনুদান বিশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসে নগদ চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুল আলম সরকার, দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাওহীদুর রহমান রুহিন, নির্বাহী সম্পাদক লয়লুছ মিয়া, সুরমা বেগম, তাসলীমা বেগম।
এদিকে দাদু ভাই ছইল মিয়ার সহ ধর্মীনি রাহিমা হামিদকে সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।