দেশ সংযোগ

বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

 
বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন জনসংযোগ

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা প্রতিেিরাধে বিশেষ করে ইভটিজিং প্রতিরোধে

ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এক্টিভিস্টা বাগেরহাটের আয়োজনে বৃহস্পতিবার

(৩০নভেম্বর) সকালে সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুলের সামনে বাঁধন মানব

উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ঘন্ঠাব্যাপী এ

ক্যাম্পেইনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সায়েড়া মধুদিয়া কলেজিয়েট

স্কুল এন্ডে কলেজের অধ্যক্ষ শেখ নজরুল ইসলাম।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণপদ

দেবনাথ, সহকারী অধ্যাপক শংকর কুমার সাহা, শেখ মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক

শেখ ওবায়দুল ইসলাম, রাখী রানী পাল, প্রভাষক শংকর মন্ডল,শেখ আবুল

হুসাইন,নাজমা পারভিন এছাড়া সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুলের ৪০০শতাধিক

শিক্ষার্থী এতে অংশগ্রহন করেন।

এ সময় বক্তারা বলেন নারীর প্রতি আমাদের সহনশীল হতে হবে। নারী পুরুষের

সমান অধিকার নিশ্চিতে আমাদের একসাথে কাজ করতে হবে। বর্তমানে স্কুলগামী শিক্ষার্থীদের পথে কিছু বখাটে ছেলেরা উত্তক্ত করে, আজেবাজে কথা বলে ভয় দেয়। বক্তারা বলেন এ রকম কোন ঘঠনা হলে সাথে সাথে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে অবহিত করতে হবে।

এছাড়া পাশ্ববর্তী পুলিশ ফাড়িতে জানাতে হবে । জানালে পুলিশ ইভটিজিংকারীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলেও জানান বক্তারা।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker