জামিল হোসেন, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ঈগল প্রতীককে শকুন প্রতীক বলার অভিযোগ উঠেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদের প্রতীককে শকুন মার্কা বলায় সহকারী রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড.আবুল কালাম আজাদ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ শে ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল ও ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ী ও বিলমাড়িয়া, দুড়দুড়িয়া সহ বিভিন্ন নির্বাচনী পথসভায় ঈগল প্রতীক কে শকুন প্রতীক বলে অরুচিকর মন্তব্য করেছেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ বলেন, নৌকা মার্কা প্রতীকের প্রার্থী ও তার অনুসারীদের এমন কুরুচিকর মন্তব্য নির্বাচনী পরিবেশ বিনষ্ট করে। যাহা আচরণবিধির পরিপন্থী। আমি লালপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছি, আশা করি তিন শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন আক্তার বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয় এমন কোন কাজ কোন প্রার্থী করে থাকলে বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।