ওসমান গনি, স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ শহরে নৌকা প্রতীকের মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থী মো:ফয়সাল বিপ্লবের(কাঁচি প্রতীক) ক্যাম্পে ভাংচুর ও উপজেলা ভাইস চেয়ারম্যানের ভাইকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।শনিবার বিকেল ৫ টার দিকে শহরের জগদ্বাত্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেলের ভাই মিজানুর রহমান জানান,বিকেলে শহরের জগদ্বাত্রী পাড়া এলাকার বঙ্গবন্ধু সড়কের পাশে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে তিনিসহ বেশ কয়েকজন সমর্থক বসে ছিলেন। ক্যাম্পে সাউন্ড বক্সে কাঁচি প্রতীকের গান চলছিলো।
এসময় শহরের থানারপুল এলাকা থেকে ওই সড়ক হয়ে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা “নৌকা নৌকা নৌকা”- শ্লোগান দিয়ে মিছিল করতে করতে ক্যাম্পের সামনে আসে।এক পর্যায়ে ক্যাম্পের সাউন্ড বক্স,ককসিটের বানানো কাঁচি প্রতীক,চেয়ার ভাংচুর করে।তিনি দাবী করেন,ভাংচুর ঠেকাতে তিনি এগিয়ে তাকে বেধড়ক মারধর করে।পরে কাঁচি প্রতীকের সমর্থকদের গালাগাল ও হুমকি- ধামকি দিয়ে নৌকা প্রতীকের সমর্থকরা মিছিল করতে করতে চলে যায়।
সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন,এ ধরনের ঘটনায়কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাটির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।