নির্বাচন সংযোগ

লালমনিরহাটে নৌকা মার্কার প্রচারণায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম 

 
লালমনিরহাটে নৌকা মার্কার প্রচারণায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম  জনসংযোগ

আবির হোসেন সজল, লালমনিরহাট:

দ্বাদশ জাতীয় নির্বাচনে লালমনিরহাট-০৩ আসনের জন্য নৌকায় ভোট চাইলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

শনিবার(৩০ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট পৌরসভার ড্রাইভার পাড়া মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন ।

এ সময় তিনি বলেন, নৌকা আমাদের স্বাধীনতার প্রতীক, নৌকা আমাদের গণতন্ত্রের প্রতীক, উন্নয়ন ও আত্ম মর্যাদার প্রতীক। পরিক্ষা আগে যেমন আমরা অনেক পড়ালেখা করি তেমনি ৭ ই জানুয়ারি নৌকার বিজয় করতে হলে আমাদের অনেক কাজ করতে হবে। তাহলে আমরা অনেক ভোটে বিজয়ী হবো।

তরুণ‍্যের প্রতিচ্ছবি স্মার্ট বাংলাদেশ এর পক্ষে নিরঙ্কুশ ব‍্যালট বিপ্লব, অপ্রতিরোধ‍্য আধুনিক আত্মমর্যাদাশীল উন্নত বাংলাদেশের প্রতিক বঙ্গবন্ধুকন‍্যা দেশরত্ন শেখ হাসিনা কে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করার লক্ষ‍্যে ছাত্র সমাজের শপথ বাস্তবায়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার প্রত‍্যয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে লালমনিরহাট ৩ আসনের নৌকা মার্কার পদপ্রার্থী অ‍্যাড. মতিয়ার রহমান কে নৌকায় ভোট দিন।

নির্বাচনী সভায় লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-৩ আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ‍্যাড. মতিয়ার রহমান।

আরো উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker