দেশ সংযোগ

হরিণাকুন্ডুর মুক্তিযোদ্ধাকে মারধর ঘটনায় সংবাদ সম্মেলন

 
হরিণাকুন্ডুর মুক্তিযোদ্ধাকে মারধর ঘটনায় সংবাদ সম্মেলন জনসংযোগ

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-২ আসনের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় নৌকা প্রতীকের সমর্থক হরিণাকুন্ডু উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন মুন্সিকে মারপিট করে আহত করায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, জানে আলম, আব্দুল ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন মুন্সি লিখিত বক্তব্যে জানান, ‘শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জিন্দারের মোড় বাজারে চুল কাটানোর উদ্দেশ্যে যায়। এসময় নৌকা প্রতীকের সমর্থক ও চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাশিদুল্লাহ রাশিদ দৌড়ে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজের কারন জিজ্ঞাসা করিলে সে উত্তেজিত হয়ে বলে তুই নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করতেছিস। সে আমার কথা না বিশ্বাস না করে আমাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। মারপিটের ফলে আমি রাস্তার উপর পড়ে যায়। এতে আমার ডান হাতে তালুতে আঘাত লাগে। এসময় আমার চিৎকার শুনে পাশের লোকজন এসে উদ্ধার করে।’

তিনি আরো বলেন ‘রাশিদুল্লাহ আমাকে খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। এতে আমার প্রান নিয়ে আমি শংকিত। এঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি সাধারন ডায়েরী করেছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে প্রশাসনের আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।’

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker