ওসমান গনি, স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নাশকতা, বিশৃঙ্খলা,মামলার আসামী মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- সাধারণ মোস্তাফিজুর রহমান রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।আসামীকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শনিবার ৩০ ডিসেম্বর দিবাগত রাতে অফিসার ইনচার্জ,পুলিশ পরিদর্শক (তদন্ত),এর দিক নির্দেশনায় এসআই লোকমান হোসেন,এসআই ফকরুল হাসান ফারুক,এএসআই ইসলাম উদ্দিন সংগীয় ফোর্স উপজেলার বাসাইল ইউনিয়নের চর কুন্দলিয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
আসামী বাসাইল ইউনিয়নের চর কুন্দলিয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান,উপজেলার বাসাইল ইউনিয়নের চর কুন্দলিয়া গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী মোস্তাফিজুর রহমান রিপনকে গ্রেফতার করি।
আসামীকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।