এস এম রফিক মাহমুদ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়ন সিম চাষ করে ভালো লাভে বিক্রি করতে পেরে কৃষকের মুখে ফসলের হাসি ফুটে উঠেছে, দুর্গম চরান্চলে কৃষকরা ব্যস্ত সিম কাটার কাজে সিমের পাশাপাশি জমিতে মাছের চাষ করে লাভবান অনেক কৃষক, কৃষকরা বলেন কৃষি পন্যের দাম বেশি হওয়াই স্বাভাবিকের চেয়ে বেশি ব্যয় খরচ, তবে শীত মৌসুমে বিভিন্ন চাষাবাদ করে লাভবান গ্রামের কৃষক, পাশাপাশি জমিতে মাছের চাষ, ধান, রবিশর্শ চাষাবাদ করে লাভবান অনেক কৃষক,ছবিটি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা মোহাম্মদপুরের চরনোমান এলাকায় তোলা।