অভিযোগ

সরকারি কর্মকর্তাদের নৌকার পক্ষে কাজ করার অভিযোগ

 
সরকারি কর্মকর্তাদের নৌকার পক্ষে কাজ করার অভিযোগ জনসংযোগ

মোঃ শরিফুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুরে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে।

আজ সোমবার (০১ জানুয়ারি) সহকারী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড আবুল কালাম আজাদ।

অভিযোগে তিনি তিনজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নৌকার পক্ষে কাজ করার অভিযোগ করেন। তারা হলেন, লালপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, লালপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রবিন আহমেদ ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম।

সরকারি কর্মকর্তাদের নৌকার পক্ষে কাজ করার অভিযোগ জনসংযোগ

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এ্যাড আবুল কালাম আজাদ বলেন, সরকারি কর্মকর্তারা কোন প্রার্থীর হয়ে কাজ করবে এটা কখনোই কাম্য নয়। আমরা লক্ষ্য করেছি তফসিল ঘোষণার পরপরই তাদের আচার-আচরণ, কর্মকাণ্ড, কথাবার্তায় তাদের অবস্থান সুস্পষ্ট।

নির্বাচনকালে যদি এই অফিসারা নির্বাচনের দায়িত্বে থাকে তাহলে অবাধ ওষুধ নির্বাচন সম্ভব নয়। সেই জন্যই আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন আক্তার বলেন, অভিযোগ এখনও আমার হাতে এসে পৌছায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker