নির্বাচন সংযোগ

জীবন নাশের ভয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন জাপা প্রার্থী

গাইবান্ধা-৫ সাঘাটা ফুলছড়ি আসনে

 
জীবন নাশের ভয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন জাপা প্রার্থী জনসংযোগ

গাইবান্ধা প্রতিনিধি

সমর্থকদের মারপিট,নির্বাচনী অফিস ভাংচুর ও চিহ্নিত মহলের হুমকি এবং নিরাপত্তা জনিত কারনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়ালেন জাতীয় পাটির কেন্দ্রিয় নেতা ও জাপা প্রার্থী আতাউর রহমান সরকার। তিনি আজ বিকেলে গাইবান্ধার ঘুড়িদহ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাড়িতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

জাতীয় পাটির কেন্দ্রিয় নেতা গাইবান্ধা-৫ আসনের (সাঘাটা-ফুলছড়ি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য গাইবান্ধার এই আসনে জাতীয় পাটি থেকে আতাউর রহমান সরকারকে মনোনয়ন দেয়া হয়। নিয়মানুযায়ী তিনি নির্বাচনী প্রচার প্রচারনা চালাতে থাকেন। আর মাত্র ৩ দিন পর নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে তিনি পাড়া মহলস্নায় নেতাকর্মীদের নিয়ে প্রচারনা চালিয়ে যান। কিন্ত ইদানিং তার নির্বাচনী অফিসে হামলা,ভাঙ্গচুর,নেতাকর্মীদের মারপিটের ঘটনা ঘটে। তিনি বলেন শুধু তাই নয়,নির্বাচন থেকে সরে দাড়াতে তাকে হুমকি ধামকি দেয়া হয়। মিথ্যা মামলায় জড়ানো সহ জীবন নাশের হুমকি দেয়া হয়।

সে কারনে তিনি তার জীবনে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। তার জীবন রক্ষার তাগিদে তিনি নির্বাচন থেকে সরে দাড়াতে বাধ্য হলেন। প্রশ্ন করা হলে তিনি বলেন এ বিষয়ে তিনি কোন মামলা দায়ের করেন নি। সময় হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker