নির্বাচন সংযোগ

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী পথসভা

 
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী পথসভা জনসংযোগ

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি,

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভায় অংশ নেন। মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকালে সদর উপজেলার কালীচরণপুর, বালিয়াডাঙ্গা ও বাসুদেবপুর গ্রামে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।

 

মঙ্গলবার সন্ধ্যায় বাসুদেবপুর বাজার ও ঝিনাইদহ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় প্রচারাভিযান চালান তিনি। বালিয়াডাঙ্গা হাইস্কুল মাঠে এক পথ সভায় তিনি ঈগল প্রতিকে ভোট প্রদানের জন্য ভোটারদের আহবান জানান।

 

 

এ সময় ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও এম এ লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 

তিনি আগামী ৭ জানুয়ারী ঈগল পাখি মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, নির্বাচিত হলে আমি ঝিনাইদহবাসির জীবন মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবো।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker