দেশ সংযোগ

বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় পিকআপের চাপায় ২ যাত্রী নিহত

 
বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় পিকআপের চাপায় ২ যাত্রী নিহত জনসংযোগ

বগুড়া জেলা প্রতিনিধি:

আজ বুধবার (৩ জানুয়ারি ২০২৪ইং) সকাল ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সদর উপজেলার নওদাপাড়ায় এ ঘটনাটি ঘটে।কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের বাসিন্দা অটোরিকশার চালক মোকলেসুর রহমান ও একই উপজেলার সচিয়ানী পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে যাত্রী রফিকুল ইসলাম।

স্থানীয়দের বরাতে ওসি আব্বাস আলী বলেন, নওদাপাড়ায় রংপুরগামী একটি পিকআপ অটো রিকশাটিকে চাপা দিলে এটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। তবে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker