রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন থেকে নৌকার পক্ষে নির্বাচনী জনসভা সফল ও সার্থক করতে আলহাজ্ব জাহেদ আলীর নেতৃত্বে প্রায় ৫ হাজার লোক নিয়ে সমাবেশে যোগদান করেন। আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে চতুর্থবারের মতো পুনরায় নৌকা মার্কায় বিজয় করার লক্ষে কায়েত পাড়া থেকে আওয়ামী লীগের সকল নেতা কর্মী নিয়ে সমাবেশে যোগদান করেন কায়েত পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী । গতকাল ৩ জানুয়ারি বুধবার দুপুরের কায়েত পাড়া থেকে আওয়ামী লীগের সকল নেতা কর্মী নিয়ে মুড়া পাড়া কলেজ মাঠে উপস্থিত হন।
এ সময় তিনি বলেন নৌকা হলো উন্নয়নের প্রতীক। রূপগঞ্জের এই উন্নয়নকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তাই ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, কায়েতপাড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি আশিক ইকবাল, সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, ইউপি সদস্য, মোয়াজ্জেম হোসেন, মানিক আহমেদ, সুরুজ মিয়া, মতিন ভূইয়া, মাছুম মিয়া, আলতাফ হোসেন, ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা সাউদ মামুন আওয়ামী লীগ নেতা সাদ্দাম হোসেন, ছাএ লীগ নেতা আশরাফুল ইসলাম তুষার প্রমুখ।