নির্বাচন সংযোগ

বগুড়া শিবগঞ্জে জিন্নাহ্ এমপি’র জয়

 
বগুড়া শিবগঞ্জে জিন্নাহ্ এমপি’র জয় জনসংযোগ

মোঃ জান্নাতুল নাঈম,শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

 বগুড়ার শিবগঞ্জে তিন বারের মত এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সাংসদ সদস্য ও জাতীয় পার্টির মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্। 

৭ জানুয়ারি রোববার বগুড়ার শিগবঞ্জে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে ১১০টি ভোট কেন্দ্রে ৩ লক্ষ ২৬ হাজার ১৮৬ জন ভোটার রয়েছে। 

ভোট চলাকালীন সময়ে কোন কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা বাহিনী ভোট চলাকালীন সময়ে নিরাপত্তা জোরদার করেন। ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এদের মধ্যে হেবী ওয়েট প্রার্থী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী বিউটী বেগম (ট্রাক প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকরাম হোসেন (কাঁচি)। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার মুঠোফোনে বলেন, আলহাজ্ব শরিফুল ইসলাম ইসলাম লাঙ্গল প্রতীকে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker