রংপুর প্রতিনিধিঃ
লাঙ্গলের ঘাঁটি বলে খ্যাত রংপুরের ৬ আসনের ৫টিতেই বিপর্যয় ঘটেছে জাতীয় পার্টির (জাপা)। দলের নেতা-কর্মীরা বলছেন, আত্মীয়করণ, ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, সাংগঠনিক দুর্বলতা, সিদ্ধান্তহীনতা- এই চার কারনে বিপর্যয় ঘটেছে দলটির।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুরের ৬টি আসনের মধ্যে শুধু রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জয়লাভ করেছেন। বাকি ৫টি আসনে পরাজয় বরণ করেছেন। এর মধ্যে ৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা তাদের জামানত হারিয়েছেন। পরাজিত প্রার্থীরা হলেন- রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, রংপুর-২ আসনে আনিছুল ইসলাম মন্ডল, রংপুর-৪ আসনে মোস্তফা সেলিম, রংপুর-৫ আসনে মো. আনিছুর রহমান ও রংপুর-৬ আসনে মো. নুর আলম মিয়া। এদের মধ্যে জামানত হারিয়েছেন রংপুর-১, রংপুর-৫ ও রংপুর-৬ আসনে।
দলীয় সূত্রে জানা গেছে, দলের মধ্যে সমন্বয়হীনতা, দলীয়প্রধানের অসংলগ্ন বক্তব্য, সাংগঠনিক দুর্বলতা, অসহযোগিতা, সিদ্ধান্তহীনতা ও পারিবারিককরণ, ত্যাগী কর্মীদের অবমূল্যায়নকেই পরাজয়ের কারণ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।