সারাদেশে সংবাদদাতা নিয়োগ চলছে

দেশ সংযোগ

ঘাঁটি রংপুরেই লাঙ্গলের বিপর্যয়

ঘাঁটি রংপুরেই লাঙ্গলের বিপর্যয় জনসংযোগ

রংপুর প্রতিনিধিঃ

লাঙ্গলের ঘাঁটি বলে খ্যাত রংপুরের ৬ আসনের ৫টিতেই বিপর্যয় ঘটেছে জাতীয় পার্টির (জাপা)। দলের নেতা-কর্মীরা বলছেন, আত্মীয়করণ, ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, সাংগঠনিক দুর্বলতা, সিদ্ধান্তহীনতা- এই চার কারনে বিপর্যয় ঘটেছে দলটির।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুরের ৬টি আসনের মধ্যে শুধু রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জয়লাভ করেছেন। বাকি ৫টি আসনে পরাজয় বরণ করেছেন। এর মধ্যে ৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা তাদের জামানত হারিয়েছেন। পরাজিত প্রার্থীরা হলেন- রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, রংপুর-২ আসনে আনিছুল ইসলাম মন্ডল, রংপুর-৪ আসনে মোস্তফা সেলিম, রংপুর-৫ আসনে মো. আনিছুর রহমান ও রংপুর-৬ আসনে মো. নুর আলম মিয়া। এদের মধ্যে জামানত হারিয়েছেন রংপুর-১, রংপুর-৫ ও রংপুর-৬ আসনে।

দলীয় সূত্রে জানা গেছে, দলের মধ্যে সমন্বয়হীনতা, দলীয়প্রধানের অসংলগ্ন বক্তব্য, সাংগঠনিক দুর্বলতা, অসহযোগিতা, সিদ্ধান্তহীনতা ও পারিবারিককরণ, ত্যাগী কর্মীদের অবমূল্যায়নকেই পরাজয়ের কারণ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

আপনার পন্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

এ সম্পর্কিত আরও খবর

Back to top button