রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক চতুর্থবারের মতো নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ৮০ ভোট পেয়ে প্রাথমিক ও বেসরকারিভাবে জয়ী হয়েছেন তাই চন পাড়া সেখ রাসেল নগর ইউনিয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের হয়।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ নেয়া ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূয়াইা কেটলি প্রতীকে ৩৪ হাজার ১৪১ ভোট পেয়েছেন।
রূপগঞ্জ উপজলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাহমুদ হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করবেন।