দেশ সংযোগ

লালমনিরহাটের কালীগঞ্জে কুকুরের মাতৃস্নেহে ছাগলছানা

 
লালমনিরহাটের কালীগঞ্জে কুকুরের মাতৃস্নেহে ছাগলছানা জনসংযোগ

কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

বাড়ির উঠানে একটি কুকুর দাঁড়িয়ে আছে।লেজ নাড়াতে নাড়াতে তার দিকে ছুটে এলো কয়েকটি ছাগলছানা। এরপর ছানাগুলো কুকুরটির কাছে গিছে দুধ পান করতে থাকে। পরম মাতৃস্নেহে তাদের দুধ পান করাচ্ছে সেই কুকুরটি।

এমন চিত্র দেখা গেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা হাট এলাকার আহমেদ হাবিব রানার বাড়ির উঠানে।এভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে ছাগলছানা গুলো। বিরল দৃশ্য দেখে অবাক হয়েছেন ওই এলাকার মানুষ।ঢ়

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা গেছে, কয়েকটি ছাগল ছানাকে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর। যেন মায়া-মমতা সব কিছু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। ছাগল ছানাগুলোও পরম আগ্রহে কুকুরের দুধ পান করছে অনায়াসে।

এ বিষয়ে আহমেদ হাবিব রানা বলেন, কুকুরটা অনেক দিন যাবত এভাবেই ছানাগুলোকে বুকের দুধ দিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে ছানাগুলো।

কাকিনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তাহির তাহু বলেন, কুকুর-ছানাগুলোর মধুর সম্পর্কের বিষয়টি বিরল। এ থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, কুকুর ছাগল ছানাগুলোকে যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে। তা সত্যিই অবাক করার বিষয়।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker