কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা ৯০ দশক ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বুধবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা চত্বরে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কোমান্ডার সরদার আব্দুল হাকিম
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ,উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, উপজেলা নব্বই দশক ছাত্রলীগের মুখ্যপাত্র আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার সহ উপজেলা নব্বই দশক ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।