বগুড়া প্রতিনিধিঃ আবু হানজালা
বগুড়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। শুক্রবার সকালে জেলায় মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছেন আবহাওয়া অধিদপ্তর। ঘনকুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে নিম্ন আয়ের মানুষদের ভোগান্তি চরমে। গরম কাপড় গায়ে জড়িয়ে আবার কেউ রাস্তায় খড়কুটো, কাগজ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। অনেকেই ঘর থেকে বের হচ্ছে না, যতক্ষন না সূর্যের দেখা মেলে।
বগুড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসের শুরুতে তাপমাত্রা কমতে থাকে। মাঝে বেশ কয়েকদিন তাপমাত্রা বাড়লেও আবারো কমতে শুরু করেছে, এ অবস্থা আরো এক সপ্তাহ থাকতে পারে।
এদিকে ভোর থেকে ঘনকুয়াশার কারণে সড়ক মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। রিক্সাচালক, দিনমজুরদের শীতে ভোগান্তি বাড়ে। খেটে খাওয়া এসব মানুষ জীবিকা নির্বাহের জন্য ঘনকুয়াশা উপেক্ষা করে ঘর থেকে বের হলেও এতো সকালে লোকজন না পেয়ে বসে থাকে শীতের তীব্রতা সাথে করে।
আবহাওয়া অফিস বগুড়ার উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, জেলায় আজ সকালে ১১.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন। এ অবস্থা আরো কয়েকদিন থাকতে পারে বলে তিনি জানান।