মোঃ জান্নাতুল নাঈম,বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়া শিবগঞ্জ রায়নগর ইউনিয়ের সেকেন্দ্রাবাদ জিগাতলা গ্রামের মাওঃ মরহুম মিয়াজান রহমানের ছেলে আলহাজ্ব ওয়াজেদ আলী (৮৫) দির্ঘদিন যাবৎ অসুস্থ ছিলো।
গতকাল বৃহঃপতিবার দিবাগত রাত ৮.০০ ঘটিকার সময় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্না নিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিওন। মৃত্যু কালে তার স্ত্রী ও আটটি মেয়ে ও একটি ছেলে রেখে যান এবং অসংখ্য। নাতি, নাতনি রেখে যান।।উক্ত জানাযা নামাযে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা সুযোগ্য উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। তিনি সবাইকে পাঁচ উক্ত নামাজ পড়ার জন্য আহ্বান করেন। সৎ পথে চলার নির্দেশ দেন। উক্ত জানাযায় আরো উপস্থিত ছিলেন ৪নং ওর্য়াডের ইউপি সদস্য মোঃ মহোসিন আলী, এবং সেকেন্দ্রাবাদ ডি এস দাখিল মাদ্রাসার সুপার, এবং অনান্য শিক্ষক শিক্ষিকা সহ কর্মকতা ও কর্মচারি।
আরো উপস্থিত ছিলেন, দোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন, এবং বুরো বাংলাদেশ সিভিল ইঞ্জিনয়ার মোঃ শফি আল মাহমুদ সহ সরকারি কর্মকতা মোঃ হাফিজার রহমান। অত্র মসজিদের ইমাম মোঃ ফারুক হোসেন, সহ ফজলুর হক সহ গন্য মান্য ব্যক্তি বর্গ।