ইনছান আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে বেসিক ইসলামিক একাডেমি কিন্ডারগার্টেন’ স্কুলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার সকাল ৯টায় ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ের হাসান ক্লিনিকের পাশে আলী প্লাজায় বেসিক ইসলামিক একাডেমি কিন্ডারগার্টেন স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠান পরিচালক সাব্বির আহমদ জুয়েলের সভাপতিত্বে এক সুধী সমাবেশ ও কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শিক্ষাপ্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডঃ শহীদ মুহাম্মদ রেজওয়ান, সাবেক চেয়ারম্যান দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামি বিশ্ববিদ্যালয়। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ডঃ মুহাম্মদ মাহবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান আরবী ভাষা ও সাহিত্য বিভাগ ইসলামি বিশ্ববিদ্যালয়।
গোলাম হাবীবে রসুল প্রধান উপদেষ্টা বেসিক ইসলামিক একাডেমি, মোঃ সহিদুর রহমান সন্টু সাধারণ সম্পাদক রিপোর্টার ইউনিট ঝিনাইদহ। হাফেজ মোঃ নাসির উদ্দীন, হাফেজ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, এলমা খাতুন, হাফেজ মোঃ ইনজামামুল হক এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের নতুন শিক্ষার্থী অভিভাবকগন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চলন করেন হাফেজ মোঃ তাজুল ইসলাম,অধ্যক্ষ বেসিক ইসলামিক একাডেমি।