দেশ সংযোগ

বাংলা বাজার দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের নতুন সবকদান অনুষ্ঠিত

 
বাংলা বাজার দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের নতুন সবকদান অনুষ্ঠিত জনসংযোগ

এস এম রফিক মাহমুদ, সুবর্ণচর নোয়াখালী প্রতিনিধিঃ

 

আজ (১৪ জানুয়ারি) রবিবার, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার বাংলা বাজার দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মরহুম হাজি আছাদল হক মিয়ার স্বরনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ও বাংলা বাজার দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আবুল বাসার চেয়ারম্যান।

বাংলা বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শেখ ফরিদ এর সভাপতিত্বে মাস্টার আবদুল মোতালেব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোহাম্মদ আবদুল মান্নান মিয়া, কাজি আবদুল করিম, মাওলানা মোহাম্মদ মাহমুদুল ইসলাম, সহসুপার মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান উল্লাহ, চরবাটা ইসমাইলীয়া ফাজিল মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসমাইল, মাস্টার সেকান্দর হোসেন বিটু, মাস্টার আবদুল মোতালেব, মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জহিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, বাংলা বাজার দাখিল মাদ্রাসা প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক আবদুর রহমান রুবেল, মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষকবৃন্দ ও এলাকা গন্যমান্য বক্তিবর্গ।

২০২৪ সালের সবক প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন সুবর্ণচর উপজেলা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার দাখিল মাদ্রাসা টি অত্যান্ত সুনামের সহিত শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছেন, জাতীয় দৈনিক সবুজ বাংলার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি এস এম রফিক মাহমুদ উনার বক্তব্যে বলেন বাংলা বাজার দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মরহুম হাজি আছাদল মিয়ার স্মৃতিচারন করে বলেন উনি মাদ্রাসার একজন অবিভাবকের ছিলেন, যে কোন বিষয় উনার সহযোগিতা আমরা পেয়েছি। একজন গুনি মানুষ হারিয়েছি আমরা, আমরা উনার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন উনাকে বেহেস্ত বাসী করেন, পরে সবক প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বাজার দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ শেখ ফরিদ।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker