গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার (১৫ জানুয়ারি) বিকালের দিকে উপজেলার বরিশাল ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আব্দুস ছামাদ উপজেলার সর্বাঙ্গ ভাদুরিয়া গ্রামের আফছার আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজু মো: সাজ্জাদ হোসেন। তিনি বলেন, সন্ত্রাস-নাশকতা অগ্নিসংযোগ ও ভোটকেন্দ্র দখলসহ ৪ টি মামলায় অভিযুক্ত আসামি আব্দুস ছামাদ। এসব মামলায় তাকে গ্রেফতার করে আজ বিকেলে আদালতে সোর্পদ করা হয়েছে।