লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জানান’র সাথে রৌমারীর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) রাত্র ৮ টার দিকে থানার অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোস্তাফিজুর রহমান তারা, দৈনিক করতোয়া এর প্রতিনিধি শওকত আলী মন্ডল, দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল , দৈনিক আমাদের খবর এর প্রতিনিধি আকতার হোসেন, দৈনিক ক্রাইম তালাশ এর প্রতিনিধি লিটন সরকার, দৈনিক শিরোমনি এর প্রতিনিধি আব্দুল খালেক প্রমুখ।
মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জানান বলেন, আমি সাংবাদিকদের কাছে সহযোগিতা চাই। যাতে মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ মুলক প্রতিরোধ করতে পারি। কেউ যাতে অপরাধের সাথে জড়িয়ে পড়তে না পারে সেদিক সবাইকে সজাগ থাকতে হবে। আমি কোন সময়ে আমার দায়িত্বের অবহেলা করবো না। আমি সবার কাছে দোয়া কামনা করছি।