রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বিপুল ভোটে চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সর্বস্তরের জনগণের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল ২০ জানুয়ারি শনিবার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পুর্বগ্রাম এলাকার খান মঞ্জিলে এ গণসংবর্ধনা দেওয়া হয়। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও শিল্পপতি নুরুজ্জামান খান, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা,চন পাড়া শেখ রাসেল নগর ইউনিয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন,কায়েত পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূইয়া,কায়েতপাড়া ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন,শমসের আলী খান,মতিন ভুইয়া, সুরুজ আলী, প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।