সারাদেশে সংবাদদাতা নিয়োগ চলছে

ক্যাম্পাস সংযোগ

শীতার্ত পথশিশুদের হাসি ফোটানোর চেষ্টা ইবির সিআরসি

শীতার্ত পথশিশুদের হাসি ফোটানোর চেষ্টা ইবির সিআরসি জনসংযোগ

ইবি প্রতিনিধি :

“থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত” এই শ্লোগানকে সামনে রেখে অসহায় শীতবস্ত্র বঞ্চিত শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ-২০২৪ আয়োজন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসের স্বেচ্ছাসেবী বা পথশিশু নিয়ে কাজ করা সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সি আর সি)।

শনিবার (২০ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে একঝাঁক তরুণ শিক্ষার্থী ইবির সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত, জনকল্যাণমূলক, পথশিশু নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সিআরসি’র উদ্যোগে ক্যাম্পাসের ডায়না সত্বরে প্রায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটি।

এ সময় বিতরণী অনুষ্ঠানের আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সংগঠনটির সভাপতি শাহীদ কাওসার, সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক জেরিন আক্তার উর্মি, ইমদাদুল হক, সুরাইয়া ইয়াসমিন, সাইন্স ক্লাবের সভাপতি নাঈম, সহ-সভাপতি হাসিবুর রহমান, তারুণ্যের সাধারণ সম্পাদক প্রত্যয়, সংগঠনটির সাবেক সভাপতি রনি শাহা ও সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা সহ সংগঠনটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, আমরা তিনটা ধাপে এই কর্মসূচি হাতে নিয়েছি। প্রথম ধাপ ছিল ত্রিবেণী বাজার , দ্বিতীয় ধাপ বেদ্-পল্লী পরিবারে এবং তৃতীয় ধাপ ক্যাম্পাসের পথশিশু, ভ্যান চালক ও হল ডাইনিং-এর রাঁধুনি(খালা) মধ্যে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেছি। মূলত নিজস্ব অর্থায়নে আমরা ক্যাম্পাসের পাশে শান্তিডাঙ্গায় ত্রিশ জনের অধিক শিশুদেরকে নিয়ে গড়া স্কুলে সাপ্তাহিক ৬ দিন ফ্রি নার্সিং করে থাকি। তাছাড়াও সাপ্তাহিক ২দিন ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়।

এ সময় সভাপতি শহীদ কাওসার বলেন,  গত মাসের ১৮ তারিখ থেকে দীর্ঘ এক মাস আমাদের ফান্ড কালেকশন ও কার্যক্রম চলতেছে। মূলত আমাদের কার্যক্রম শিশুদেরকে নিয়ে। অনেকে শীতবস্ত্রের অভাবে স্কুলে যেতে পারতেছে না, তাদের জন্য এ আয়োজন। উষ্ণতা ছড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত। সর্বোপরি সিআরসি’র সদস্যরা অর্থ কালেকশনে নিজেরাই স্ব-প্রণোদিত হয়ে এগিয়ে আসছেন। তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

উল্লেখ্য, পথশিশুদের নিয়ে কাজ করার লক্ষ্যে ২০১৬ সালের ৫ ডিসেম্বর যাথা শুরু করে ‘কাম ফর রোড চাইল্ড’ নামের এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

আপনার পন্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

এ সম্পর্কিত আরও খবর

Back to top button