জরিমানা

বগুড়ায় তিন ক্লিনিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

 
বগুড়ায় তিন ক্লিনিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা জনসংযোগ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতালের কার্যক্রম পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ও সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (২১ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ এই অভিযানে প্রতিষ্ঠান গুলোতে জরিমানা ও সিলগালা করা হয়।

জানা গেছে, গোপন সূত্রে জানা যায় বগুড়া সদর উপজেলার কানছগাড়ী এলাকায় মা ফাতেমা ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিক ও শতদল কমিউনিটি হাসপাতালের কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়াই সেখানে হাসপাতালের কার্যক্রম, অস্ত্রোপচার এবং রোগনির্ণয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে চিকিৎসক, নার্স, ল্যাব সহকারী ও দক্ষ টেকনিশিয়ান ছিল না। এই জন্য মা ফাতেমা ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিক কর্তৃপক্ষকে ২ লাখ ও শতদল কমিউনিটি হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়৷ এছাড়াও ঠনঠনিয়া এলাকার সেবা ব্লাড ব্যাংকে অভিযান চালানো হয়। তাদেরও কার্যক্রম পরিচালনার কোন অনুমোদন ছিল না এবং ফ্রিজ থেকে মেয়াদের তারিখ ছাড়া রক্তের ১০ টি ব্যাগ উদ্ধার করা হয়। এইসব কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠান জরিমানার টাকা পরিশোধ করলে সিলগালা দিয়ে বন্ধ করা হয়৷

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker