দেশ সংযোগ

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন ব্যনার ফেস্টুনে ছেয়ে গেছে আদালতপাড়া

 
মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন ব্যনার ফেস্টুনে ছেয়ে গেছে আদালতপাড়া জনসংযোগ

ওসমান গনি, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩০ জানুয়ারী।এ উপলক্ষে প্রাথীদের ব্যনার ফেস্টুনে সাজানো হয়েছে পুরো আদালতপাড়া। নির্বাচনকে ঘিরে ব্যস্ততায় রয়েছেন নির্বাচনের প্রাথীরা আদালত পাড়ায় ঘুরে দেখাগেছে, আইনজীবী সমিতির প্রধান ফটক থেকে শুরু করে জেলাও দায়রা জজ আদালত প্রাঙ্গন,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন সহ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে সাজানো হয়েছে আইনজীবীদের নির্বাচনী ব্যানার।প্যানেল পরিচিতি পাওয়ার পর হতে ভোটারদের কাছে লিফলেট বিতরন করে ভোট প্রার্থনা করছেন প্রাথীরা।এতে আদালত পাড়ায় তৈরি হচ্ছে উৎসব মুখর পরিবেশ।

এর আগে গেলো(১৫ জানুয়ারী) মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রাথীরা নির্বাচনে অংশ গ্রহন করছেন ২টি প্যানেল।প্যানেল দুটি হলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল মতিন ও সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল হাসান মৃধা নির্বাচনের প্রার্থী হয়েছেন।এছাড়াও প্যানেলে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট ফিরোজ খান, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামরুজ্জামান মুকুল, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আক্তারুজ্জামান আবুল,লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট রেজাউল হক,দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট আমান উল্লাহ রিপন, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবা আক্তার বিথী,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মোস্তফা,কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট শশী শেখর দাস, অ্যাডভোকেট আবু হানিফ হিরু, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র মন্ডল, অ্যাডভোকেট হাসান দেওয়ান অংশগ্রহণ করেছেন।অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনিত সভাপতি পদে অ্যাডভোকেট মো:মুজিবুর রহমান ও সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম প্রাথী হয়েছেন।এছাড়াও প্যানেলে সহ সভাপতি পদে অ্যাডভোকেট নাছিম আক্তার সুমন,অ্যাডভোকেট মো: মহিউদ্দিন,সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল জাব্বার জিলু, কোষাধক্ষ্য পদে অ্যাডভোকেট মো:আরফান সরকার খোকন, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মো:ইকবাল হোসেন,দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হোসেন বিপ্লব, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো:আলমগীর হোসেন,মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লাইলী আক্তার,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মেহেদী হাসান সাহ্বাৎ,সদস্য পদে অ্যাডভোকেট মো:নাসির উদ্দিন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট শাহিন আলম, অ্যাডভোকেট অমিত বসাক অংশ গ্রহন করেছেন।তবে এবছর সতন্ত্র প্রাথী হিসেবে কেউ নির্বাচনে অংশ গ্রহন করছেন না।নির্বাচনে মনোনয়নপত্র দখিল করার পর হতে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাছিমা আক্তার জানান, ৩০ জানুয়ারী নির্বাচনের ভোট গ্রহন।ওই দিন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। ভোট গননা শেষে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হবে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker