সারাদেশে সংবাদদাতা নিয়োগ চলছে

দেশ সংযোগ

মুন্সীগঞ্জ নির্বাচন পরবর্তী সহিংসতা পরাজিত নৌকার কর্মীকে প্রকাশ্যে গুলি,আহত-২

মুন্সীগঞ্জ নির্বাচন পরবর্তী সহিংসতা পরাজিত নৌকার কর্মীকে প্রকাশ্যে গুলি,আহত-২ জনসংযোগ

ওসমান গনি, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ সদরে নির্বাচন কেন্দ্রিক বিরোধের জেরে পরাজিত নৌকার কর্মীকে প্রকাশ্যে গুলির ঘটনায় ১ জন গুলিবিদ্ধ সহ ২ জন আহত হয়েছে উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় গুলিবিদ্ধ আবিদ হাসান শোভন(২৭) নামের নৌকার কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।আহত স্কুল শিক্ষক ফরহাদ হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।মুন্সীগঞ্জ-৩ আসনে প্রতিপক্ষ জয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক ও ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রান্ত শেখের বিরুদ্ধে গুলি ও হামলার অভিযোগ করেছে আহতরা।

আহত ও স্থানীয় সূত্রে জানাযায়, গুলিবিদ্ধ শোভন দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী এড. মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলো।এনিয়ে একই আসনের জয়ী স্বতন্ত্র প্রার্থী সমর্থক ও রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও প্রান্ত শেখ গ্রুপের সাথে বিরোধ চলছিলো। নির্বাচনী বিরোধে সোমবার দুপুরে শোভনের ভাই স্কুল শিক্ষক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনকে সিপাহীপাড়া এলাকায় আটকে মারধর করতে থাকে প্রান্ত গ্রুপ।খবর পেয়ে শোভন ঘটনাস্থলে গেলে প্রকাশ্যে তার পায়ে গুলি চালায় প্রান্ত।এসময় উপস্থিত লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দলবল নিয়ে প্রান্ত।পরে স্থানীয়রা আহত ফরহাদ ও গুলিবিদ্ধ শোভনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শোভনকে ঢাকায় রেফার্ড করে।

গুলিবিদ্ধ আবিদ হাসান শোভন বলেন,নৌকার পক্ষে কাজ করাটাইকি আমাদের অপরাধ, সবার সামনে গুলি করা হয়েছে। আমি এর বিচার চাই।

জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক এসএম কালাম প্রধান জানান,দুপুরে দুজন আহত রোগে এসেছে।এরমধ্যে একজন আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

আপনার পন্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

এ সম্পর্কিত আরও খবর

Back to top button