ক্রিড়া প্রতিবেদক
চোঁখের চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরে সিলেটে নিজ দল রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিলেন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নভোএয়ারের একটি ফ্লাইটে করে সিলেট পৌঁছান সাকিব আল হাসান। এরপরে টিম হোটেলে সতীর্থদের সঙ্গে যোগ দেন তিনি।
এদিন আরও আগে সিলেটে সাকিবের নামার কথা থাকলেও কুয়াশার কারণে তার ফ্লাইট আসতে দেরি হয়। টুনামেন্টের
নিজেদের প্রথম ম্যাচে ফরসুন বরিশালের বিপক্ষে ম্যাচে হেরে চিকিৎসার জন্য দেশে বাইয়ের যান সাকিব।কাল তার দলের রংপুরে রাইডার্সের খুলনার বিপক্ষে রয়েছে একটি ম্যাচ সে ম্যাচে সাকিব খেলবে বলে আশা করছে রংপুর।