দেশ সংযোগ

অবৈধ ২৩৩ স্থাপনা গুঁড়িয়ে দিল মুন্সীগঞ্জ প্রশাসন

 
অবৈধ ২৩৩ স্থাপনা গুঁড়িয়ে দিল মুন্সীগঞ্জ প্রশাসন জনসংযোগ

ওসমান গনি, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়ায় এলাকায় রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে একে একে ২৩৩টি অবৈধ দোকান ও স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় এ অভিযান চালানো হয়।সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি নাজমুল হুদার নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এবং সড়ক ও জনপদ সংশ্লিষ্টরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি নাজমুল হুদা জানান,মুন্সীগঞ্জ সদরে যেখানেই অবৈধ স্থাপনা দেখতে পাচ্ছি সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এর ধারাবাহিকতায় আজ সিপাহীপাড়ায় অভিযান চালানো হয়।চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপদ,জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরের সরকারি জায়গা দখল করে ২৩৩টি অবৈধ স্থাপনা ও দোকান গড়ে তোলা হয়েছিল। যথাযথ আইন মেনে সব উচ্ছেদ করা হয়েছে।

এর মাধ্যমে ২ একরের ওপরে সরকারি জায়গা দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।

তিনি আরও জানান,জেলার যেখানেই অবৈধ স্থাপনা থাকবে সেগুলো পর্যাক্রমে উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হবে।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker