ওসমান গনি, স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়ায় এলাকায় রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে একে একে ২৩৩টি অবৈধ দোকান ও স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় এ অভিযান চালানো হয়।সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি নাজমুল হুদার নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এবং সড়ক ও জনপদ সংশ্লিষ্টরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি নাজমুল হুদা জানান,মুন্সীগঞ্জ সদরে যেখানেই অবৈধ স্থাপনা দেখতে পাচ্ছি সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এর ধারাবাহিকতায় আজ সিপাহীপাড়ায় অভিযান চালানো হয়।চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপদ,জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরের সরকারি জায়গা দখল করে ২৩৩টি অবৈধ স্থাপনা ও দোকান গড়ে তোলা হয়েছিল। যথাযথ আইন মেনে সব উচ্ছেদ করা হয়েছে।
এর মাধ্যমে ২ একরের ওপরে সরকারি জায়গা দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।
তিনি আরও জানান,জেলার যেখানেই অবৈধ স্থাপনা থাকবে সেগুলো পর্যাক্রমে উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হবে।