ওসমান গনি,স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব কে সংবর্ধনা দিয়েছে গজারিয়া প্রেসক্লাব।
গজারিয়া প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।
গজারিয়া প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ, মুক্তিযুদ্ধা কালীন কমান্ডার রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীরপ্রতীক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আমিনুর রহমান হারুন সিকদার মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান।
এসময় গজারিয়া প্রেসক্লাবে সহ সভাপতি মোকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিঞা, অর্থ সম্পাদক সায়মন সাহাদাত, মহিউদ্দিন আহাম্মেদ, এস এম নাছির উদ্দিন, ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ বাবু, আমিনুল ইসলাম, সোলাইমান সিকদার, মো সাগর, সাইদ আরফান, মাসুদ আহাম্মেদ, আমজাদ হোসেন, ওসমান গনি, রাজু আহমেদ, রাসেল সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য শক্তিবর্গ