বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলী নামক স্থানে বিটুমিন ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাক চালক নিহত এবং চালকের সহযোগী আহত হয়েছেন।
২৬ জানুয়ারী শুক্রবার সকাল ৭ টায় উপজেলার বৈলতলী এলাকায় পিচের বিটুমিন বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাক চালক ঘটনাসস্থলে নিহত হয়েছে।
ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাজাহান মিয়া বলেন, চট্টগ্রাম থেকে বিটুমিন বোঝাই করে ট্রাকটি মোংলায় যাচ্ছিল। পথিমধ্যে ফকিরহাটের বৈলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে আটকে যায়। এসময় ট্রাক ড্রাইভার ঘটনাস্থলে নিহত এবং চালকের সহযোগী আহত হয়েছেন। পিথাগণ্য দুর্ঘটনায় ড্রাইভার মারা আহতকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।