সারাদেশ

হিরো আলমকে গুলি করে হত্যার হুমকি

 
হিরো আলমকে গুলি করে হত্যার হুমকি জনসংযোগ

বগুড়া প্রতিনিধিঃ আবু হানজালা

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে হোয়াটসঅ্যাপে দুই দিনের মধ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ হুমকি দেওয়া হয়।

জানা গেছে, হিরো আলমের হোয়াটসঅ্যাপে রাত ৩টা ২০ মিনিটে অজ্ঞাত একটা নম্বর থেকে মেসেজ দেওয়া হয়। মেসেজে লেখা ছিলো- তুই সাবধানে থাকিস। কতটুকু পড়ালেখা করছোস, তুই আসিফ মাহাতাব স্যারকে নিয়ে বাজে মন্তব্য করলি। আমি তোরে হুমকি দিচ্ছি, আমি তোরে মারমু এই দুইদিনের ভিতরে। তোর কোন বাপে ঠেকায় দেখমু তুই শেষ।

এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এরপরেই একটা পিস্তলের ছবি পাঠিয়ে বলা হয়, প্রকাশ্যে তোরে গুলি করমু।

শুক্রবার(২৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ সকল তথ্য নিশ্চিত করে হিরো আলম বলেন, আমি এখন ঢাকায় আছি। এ ঘটনায় থানায় জিডি করব। সে বিষয়ে প্রস্তুতি নিচ্ছি। আর আসিফ মাহতাবকে নিয়ে আমি কোনো বাজে মন্তব্যও করিনি।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker