কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় স্বনামধন্য বিদ্যাপীঠ টাচ্ স্টোন মডেল স্কুলের এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় স্কুল হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া-মুনাজাত ও বিদায় সংবর্ধনার আয়োজন করে।
স্কুলের উপাধ্যক্ষ শাহ্ মো.মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্কুলের চেয়ারম্যান মো. মোস্তাফিজার রহমান রানা, ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসাইন সরকার সৈকত, ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. জাহাঙ্গীর আলম জনি, প্রশাসন ও অর্থ ব্যবস্থাপক মোহাম্মদ করিমুজ্জামান প্রমূখ।
আলোচনা শেষে দোয়া-মুনাজাত, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।