রাকিবুল হাসান, সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ বাজার সন্নিকটে ধানখালি ক্রিকেট একাডেমি র আয়োজনে ৮ দলীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। সোনারমোড় ক্রিকেট একাদশ ও গ্যারেজ বন্ধুমহল ক্রিকেট একাদশের মধ্যেকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
২৭শে জানুয়ারি দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলা পবে দুটি দলের মধ্যস্তের টস করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা মুকুল ( বাংলা) । টসএ জিতে প্রথমে ব্যাট করেন গ্যারেজ বন্ধু মহল ক্রিকেট একাদশ, তাদের দলীয় রান সংখ্যা ১৩০। পরবর্তীতে সোনার মোড় ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ৮৬ রানে পরাজিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্যামনগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রার্থী খালেদ আয়ুব ডলি, স্পন্সর হিসেবে প্রতিনিধিত্ব করেন সামস এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, মুন্সিগঞ্জ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রতিনিধি সম ওসমান গনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযুষ বাউলিয়া পিন্টু। ম্যাচ পরিচালনা করেন ধারাভাষ্য কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল্লাহ সিদ্দিকী ও টুটুল। বিজয়ী দল গ্যারেজ বন্ধু মহলের খেলোয়ার ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার গ্রহণ করেন নাহিদ হোসেন।