দেশ সংযোগ

মুন্সীগঞ্জে গুলি,মারধরের অভিযোগে থানায় মামলা,আসামী ধরাছোঁয়ার বাইরে 

 
মুন্সীগঞ্জে গুলি,মারধরের অভিযোগে থানায় মামলা,আসামী ধরাছোঁয়ার বাইরে  জনসংযোগ

ওসমান গনি, স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ সদরের গুলি,মারধরের অভিযোগে মুন্সীগঞ্জ সদর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গ এলাকার নয়াবাড়ী সামনে গুলি,মারধরের ঘটনা ঘটে।

এতে অভিযোগকারী লাকি আক্তার বাদী হয়ে সদর থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন,পরে ১৬/০১/২৪ তারিখে ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।যার মামলা নং ২১। আসামীরা হলেন,সাগর শেখ(৩০),নাঈম শেখ (২৮),চাঁন মিয়া(৫৫), সাইদ শেখ(৩০),মেহেদী শেখ (২১),মুন্না শেখ(২৫)।উভয় ডিঙ্গাভাঙ্গা,পঞ্চসার ইউনিয়নের বাসিন্দা মুন্সীগঞ্জ শহরের ডিঙ্গাভাঙ্গা নয়াহাজী বাড়ী সামনে রাস্তার উপর লাকি আক্তারের স্বামী মোঃ সোহেল(৪১)কে পূর্ব বিরোধের জের ৩নং বিবাদীর হুকুমে ১ সকল বিবাদী আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া শরীরের বিভিন্নস্থানে উপর্যপুরি ২৪ কিলঘুষি ও লাথি মারিয়া বেদনাদায়ক নীলাফোলা জখম করে।

মারধরের মধ্যে ১নং বিবাদীর হাতে থাকা পিস্তল দিয়া আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে পেটের বামপাশে তাক করিয়া গুলি ৪/করিলে উক্ত গুলি আমার স্বামীর পেটের ডানপাশে পেট ভেদ করিয়া গুলি বের হইয়া গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হইয়া মাটিতে পড়িয়া যায়।তখন ৩নং বিবাদী আমার স্বামীর ব্যবহৃত SAMSUNG স্মার্ট মোবাইল ফোন যাহার মূল্য অনুমান ৩২,০০০/-টাকা চুরি করিয়া নিয়া-যায়।পরবর্তীতে আমার স্বামী প্রাণ রক্ষার্থে ডাক-চিৎষ্কার করিলে আশেপাশের লোকজন – আগাইয়া আসিলে সকল বিবাদী আমার স্বামীকে হুমকি দিয়া বলে,তুই যদি এই বিষয়ে থানায় মামলা মোকদ্দমা করছ তাহলে তোকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিব বলিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাননাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে।পরবর্তীতে খবর পাইয়া আমি ও আমার দেবর মোঃজুয়েল ঘটনাস্থলে গিয়া উপস্থিত লোকজনের সহযোগিতায় আমার স্বামীকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল হইতে উদ্ধার করিয়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়া-আসিলে কর্তব্যরত চিকিৎসক আমার স্বামীকে চিকিৎসা প্রদান করে এবং আমার স্বামীর অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।বর্তমানে আমার স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিরত অবস্থায় চিকিৎসাধীন অবস্থা আছে।মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন,আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আসামীদেরকে গ্রফতারের অভিযান চলছে।আসামী যেই হোক কেউ পার পাবে না।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker