দেশ সংযোগ

রূপগঞ্জে খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সোহেল টুডু 

 
রূপগঞ্জে খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সোহেল টুডু  জনসংযোগ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে খৃষ্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো সোহেল টুডু নামের এক প্রাপ্ত বয়স্ক যুবক। ইসলাম ধর্মের রীতি নীতি ও কর্মস্থলে মুসলিম সহকর্মীদের আচার আচরনে সন্তুষ্ট হয়ে পবিত্র ধর্ম গ্রহণ করলেন তিনি। পরিবারের অমত থাকায় কোর্টে হলফনামা এবং জুমআা মসজিদে প্রকাশ্যে কালিমা পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন তিনি।তার নতুন নাম রাখা হয় আব্দুল্লাহ। সে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ভবাটগাড়ী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার পিতা জুয়েল টুডু, মা ফুলমতি মুমু।

 

সে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলসিড়ি প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত। ২৬ জানুয়ারি শুক্রবার জুমআর নামাজে উপজেলার টান মুশুরী গ্রামের টান-মুশুরী ভূইয়াপাড়া জামে মসজিদে কালেমা পড়েন তিনি।

 

 

এরআগে গতকাল নারায়ণগঞ্জ কোর্টে হলফ নামা দিয়ে নাম ও ধর্ম পরিবর্তন করেন। স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষক মাসুদ মিয়া বলেন, জলসিড়ি নামীয় আবাসন কোম্পানিতে কাজ করার সময় মুসলিম সহকর্মীদের আচার আচরনে মুগ্ধ হয়। এরআগে গোঁপনে ইসলামী বই পুস্তক পড়ে এ ধর্ম সম্পর্কে ধারনা নেন। বহুদিন ধরেই ইচ্ছে প্রকাশ করলেও পরিবারের ভয়ে তা প্রকাশ করেননি। তবে গতকাল প্রকাশ করলে আমরা তাকে আইনি সহায়তা দেই। পরে কালিমা পড়ে মুসলিম হয় সোহেল টুডু ওরফে আব্দুল্লাহ।

এসব বিষয়ে জানতে চাইলে নও মুসলিম আব্দুল্লাহ বলেন, আমি ছোট থেকেই মুসলিমদের সাথে মিশেছি। ফেসবুকসহ নানাভাবে ইসলামী ওয়াজ নসিহত শুনেছি, সবশেষ মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনী পড়েছি। পবিত্র কুরআনের বাংলায় অনুবাদ পড়েছি। সবকিছু ভালো লেগেছে। আমি মনে করি ইহ ও পরকালীন মুক্তির পথ একমাত্র ইসলাম ধর্ম পালন করা। তাই সুস্থ ও স্বজ্ঞানে এ পবিত্র ধর্ম গ্রহণ করলাম। আমার মা আরও সময় চেয়েছিলো। আমি রাজি হইনি। আমার বাবা শেষ জীবনে ইসলাম গ্রহণ করেছিলেন। সে সুবাধে আমার বাবাও মুসলিম। কিন্তু পরিবারের সবাই খৃষ্টান।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker