দেশ সংযোগ

স্বর্গীয় অমিয় সরকার গোরা’র ৮ম মৃত্যুবার্ষিকীতে জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে ভাগবত পাঠ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত

 
স্বর্গীয় অমিয় সরকার গোরা'র ৮ম মৃত্যুবার্ষিকীতে জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে ভাগবত পাঠ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত জনসংযোগ

শুভ মন্ডল-খুলনা

গত ১০ জানুয়ারি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, খুলনা মহানগর শাখার প্রায়ত সভাপতি, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,খুলনা মহানগর আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, সাবেক কেসিসি কাউন্সিলর স্বর্গীয় অমিয় সরকার গোরা’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ,খুলনা জেলা শাখার উদ্যোগে রুপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির প্রাঙ্গনে ভাগবত পাঠ সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে প্রয়াত নেতা স্বর্গীয় অমিয় সরকার গোরা’র আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন রূপসা মন্দিরের প্রধান পুরোহিত সুরেশ চক্রবর্তী।

এসময় উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন কেন্দ্রীয় ঐক্য পরিষদের সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, ৩০ নং ওয়ার্ড কেসিসি কাউন্সিলর এস এম মোজাফফর রশীদি রেজা, জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দাস, নগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বিমান সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার রায়, সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু।

এসম উপস্থিত ছিলেন অজিত বিশ্বাস,প্রশান্ত কুমার রায়,জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুমন বিশ্বাস,খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইবনুল হাসান, জেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার রাহুল,, স্বপন কৃষ্ণ রায়,ননী সাহা,বিশ্বজিৎ শীল,সুমন সাহা,সাগর সাহা,প্রদীপ হীরা, ,অধ্যাপিকা উল্লাসিনী সরকার,বিপুল রায় চৌধুরী, গোবিন্দ দত্ত, তপন চক্রবর্তী,সৌরভ মল্লিক,সুজল মিস্ত্রী, দ্বীপ মিস্ত্রী,জ্যোতি প্রকাশ,সুব্রত বিশ্বাস রন্টি, মহাদেব গাইন,দেবাশীষ বিশ্বাস,লিটন বিশ্বাস,ভবতোষ মন্ডল, সুরেশ মন্ডল, রঞ্জন মন্ডল,সন্ধ্যা রানী বিশ্বাস,যমুনা বিশ্বাস, শুভ মন্ডল,ইতাতুজ্জামান আকাশ, গৌরপদ দাস শান্ত প্রমুখ নেতৃবৃন্দ।

ভাগবত পাঠ ও প্রার্থনা সভা শেষে স্বর্গীয় অমিয় সরকার গোরা’র আত্মার শান্তি কামনার উদ্যেশ্যে মন্দিরে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর

 
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker